চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের চারজন সনাতন ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ কানসাট এলাকার বাগদূর্গাপু্র গ্রামের একই পরিবারের চারজন সনাতন ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম শান্তির ধর্ম; আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা।

এমন আত্ম-উপলব্ধি থেকে কানসাট বাগদুর্গাপুরে একই পরিবারের চারজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (২০ অক্টোবর) রাতে কানসাট বাগদুর্গাপুর ফুটবল মাঠে এক বিরাট তাফসীরুল ইসলামী জালসায় বিশিষ্ট মাওলানা আমির হামজার হাতে একই পরিবারের চারজন হিন্দু ব্যক্তি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন।

তাফসীরুল কুরআন মাহফিলে হাজারো মুসলিম জনতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাওলানা আমির হামজা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের চারজন ব্যক্তিকে কলেমা পড়ান।

আরও পড়ুনঃ   বাগমারায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

খবর নিয়ে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বাগদুর্গাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী শ্রী অসিত এর পরিবার মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় সোমবার রাতে অনুষ্ঠিত নিজ গ্রামে এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিলে সপরিবারে মাওলানা আমির হামজার কাছে গিয়ে নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নওমুসলিমরা হলেন শ্রী অসিত (নতুন নাম আব্দুর রহমান), তার ছেলে শ্রী জয় কুমার (নতুন নাম মোঃ হুজাইফা), তার আরেক ছেলে শ্রী বিজয় কুমার (নতুন নাম মো.আলিফ) এবং ছোট মেয়ে শ্রীমতি বৃষ্টি রানী (নতুন নাম মোসা: আয়েশা খাতুন)।

আরও পড়ুনঃ   বগুড়ায় ‘চোর সন্দেহে’ একজনকে পিটিয়ে হত্যা

অসিত (আব্দুর রহমান) ইসলাম ধর্ম গ্রহণ শেষে জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। আজকে আমি সহ আমার পরিবার মিলে ইসলাম গ্রহণ করে খুবই আনন্দিত।

দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) এর প্রতি বিশ্বাস রেখে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।