নাটকে অভিষেক হলো মেহজাবীনের বোন মালাইকার

অনলাইন ডেস্ক : দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

যেখানে তার বিপরীতে থাকবেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। নাটকটির বিশেষ আকর্ষণ হলো, গল্পটি তৈরি হয়েছে মেহজাবীন চৌধুরীর ভাবনা থেকেই।

প্রথমবারের মতো নাটকে কাজ করে উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করতে খুব ভালো লাগছে। বোনের গল্প এবং রাজ ভাইয়ার পরিচালনায় কাজ করতে পেরে আমি আনন্দিত। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহায়তা করছেন। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।’

আরও পড়ুনঃ   দুর্ঘটনার কবলে মধুমিতা সরকার

মালাইকাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুধু মেহজাবীনের বোন হওয়ার কারণে তাকে সুযোগ দিইনি। মেহজাবীনের গল্পে এমন একটি চরিত্রের প্রয়োজন ছিল, যেখানে নতুন কাউকে মানাবে। সেই বিবেচনায় মালাইকার কথাই প্রথমে মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা রয়েছে, আর শুটিংয়ে সে দারুণ মনোযোগী। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে পারবে।’

আরও পড়ুনঃ   ‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

মালাইকা এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনে তাকে দেখা যায়।

সে সময় ত্বকের রং ফর্সাকারী ক্রিমের ওই বিজ্ঞাপনচিত্র শেয়ার করে বোনের উদ্দেশে মেহজাবীন লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার অভিষেক হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’