স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার নওগাঁ ও রাজশাহী জেলা সফর

তথ্যবিবরণী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) আগামী ১৯ ও ও ২০ অক্টোবর ২ দিনের সরকারি সফরে নওগাঁ ও রাজশাহী আসবেন।

১৯ অক্টোবর তিনি বেলা ১১:১০ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বিজিবি নওগাঁ হেলিপ্যাডে পৌঁছবেন এবং পত্নীতলা ১৪ বিজিবি ও বিআইআরসি পরিদর্শন করবেন। বেলা ১১.৫০ টায় পত্নীতলা ব্যাটেলিয়ান হতে হেলিকপ্টার যোগে বিআইআরসি’র উদ্দেশ্যে যাত্রা করে বেলা ১২.১০ টায় বিআইআরসি পৌঁছবেন। এরপর বেলা ১২:১০ টায় বিআইআরসি হতে সড়কপথে রওনা হয়ে রাজশাহী সেক্টর সদর দপ্তরে পেঁৈছাবেন এবং পরিদর্শন শেষে বেলা ২.০০ টায় রাজশাহী র‌্যাব-৫ কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন ও র‌্যাব-৫ পরিদর্শন শেষে বেলা ৩.০০ টায় বরেন্দ্র প্রজেক্ট এর উদ্দেশ্যে যাত্রা করবেন ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে সড়কপথে রওনা হয়ে বিকাল ৪.০০ টায় সারদা পুলিশ একাডেমিতে উপস্থিত ও রাত্রিযাপন করবেন।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

২০ অক্টোবর উপদেষ্টা সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০ তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিন উপদেষ্টা বেলা ৪.২০ টায় বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা হতে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন ।