পুঠিয়ার মেয়ে রিফা এইচএসসিতে মানবিকে রাজশাহী বোর্ডে প্রথম

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়ার মেয়ে সাদি য়াহ তাসনিম রিফা এ বছর এইচএসসিতে মানবিক শাখায় রাজশাহী বোর্ডে প্রথম হয়েছে।

সে পুঠিয়া পৌরসভার ৭ নং কাাঁঠালবাড়িয়া ওয়ার্ডের অবসর প্রাপ্ত সার্জেন্ট (বাংলা দেশ বিমান বাহিনী) আব্দুস সালামের ছোট মেয়ে। সাদিয়ার মা ফাহমিদা পারভীন একজন গৃহীনী।

আরও পড়ুনঃ   এ বছরও রাজশাহীতে ডেঙ্গুর ‘হটস্পট’ চারঘাট

মেধাবী সাদিয়া পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথ মিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে ২০১৬ সালে গোল্ডেন জি পিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ২০১৯ সালে ৮ম শ্রে ণীতে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপি এ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

একই বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসিতে বিজ্ঞান শাখায় গোল্ডে জিপিএ-৫ এবং এ বছর এইচএসসিতে মান বিক শাখায় রাজশাহী কলেজ থেকে ১২৫৩ নম্বর পেয়ে রাজ শাহী বোর্ডে প্রথম স্থান অধিকার করে।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৪

ভবিষ্যতে রিফা আইনে পড়াশোনা করতে চায়। রিফার ও তাঁর মা-বাবা সকলে কাছে দোয়া প্রার্থী।