পুঠিয়ার মেয়ে রিফা এইচএসসিতে মানবিকে রাজশাহী বোর্ডে প্রথম

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়ার মেয়ে সাদি য়াহ তাসনিম রিফা এ বছর এইচএসসিতে মানবিক শাখায় রাজশাহী বোর্ডে প্রথম হয়েছে।

সে পুঠিয়া পৌরসভার ৭ নং কাাঁঠালবাড়িয়া ওয়ার্ডের অবসর প্রাপ্ত সার্জেন্ট (বাংলা দেশ বিমান বাহিনী) আব্দুস সালামের ছোট মেয়ে। সাদিয়ার মা ফাহমিদা পারভীন একজন গৃহীনী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

মেধাবী সাদিয়া পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথ মিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে ২০১৬ সালে গোল্ডেন জি পিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ২০১৯ সালে ৮ম শ্রে ণীতে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপি এ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

একই বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসিতে বিজ্ঞান শাখায় গোল্ডে জিপিএ-৫ এবং এ বছর এইচএসসিতে মান বিক শাখায় রাজশাহী কলেজ থেকে ১২৫৩ নম্বর পেয়ে রাজ শাহী বোর্ডে প্রথম স্থান অধিকার করে।

আরও পড়ুনঃ   ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই’-রাজশাহীতে আইন উপদেষ্টা

ভবিষ্যতে রিফা আইনে পড়াশোনা করতে চায়। রিফার ও তাঁর মা-বাবা সকলে কাছে দোয়া প্রার্থী।