নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্যাঙ্কারটি থেকে জ্বালানি সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঠিক তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আরও পড়ুনঃ   কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

জিগাওয়া রাজ্যের মাজিয়া গ্রামে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই অধিকাংশের করুণ মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জিগাওয়া পুলিশের মুখপাত্র শিসু লাওয়ান আদম জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাঙ্কারটি উল্টে যায় ও জ্বালানি নর্দমায় ছড়িয়ে পড়ে। এতে করে, স্থানীয়রা জ্বালানি সংগ্রহের জন্য ছুটে যায় এবং তখনই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   সৌদিতে প্রদর্শিত হচ্ছে কোরআনের বিরল কপি

আদম আরও জানান, কমপক্ষে ৫০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এটি আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।