হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর ধাঁক্কাই আমিনুল ইসলাম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সাঁইপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে নিহত আমিনুল ইসলামের বাবা এমদাদুল হক বাড়ি সংলগ্ন দোকানে চা পান করতে যায়। বাবার চায়ের দোকানে যাওয়া দেখে শিশু আমিনুল ইসলামও ওই দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পারাপারের সময় বাইগাছা থেকে ভবানীগঞ্জ বাজারে যাওয়ার একটি মাল বোঝাই ভ্যানগাড়ী শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় শিশু আমিনুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বিকেলে চিকিৎসাধীনবস্থায় শিশু আমিনুল ইসলাম মারা যায় বলে জানা গেছে ।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ বা মামলা না করায় শিশুটির লাশ দাফন করা হয়েছে।