‘খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচন দেব’

অনলাইন ডেস্ক : খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশ শাসন করতে আসেনি। আগামী দিনে যারা শাসন করবে তাদের জন্য পথ খুলে দিতে এসেছে। ভোটারলিস্ট হালনাগাদ করে এবং নির্বাচন কমিশন সাজিয়ে খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে।

আরও পড়ুনঃ   দুর্গাপূজা উপলক্ষে আরএমপি'র ব্রিফিং প্যারেড

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন হলে ড. জ্ঞানশ্রী মহাস্থবির এর শততম জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার আপ্রাণ চেষ্টা করছে। এছাড়াও ধর্মের নামে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, উপাসনালয়ে হামলা চালায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।-ইত্তেফাক