সাংবাদিক সুমন মাহমুদের মাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিটের সিনিয়র সাংবাদিক ও বিডিনিউজ ২৪ ডটকমের প্রধান প্রতিবেদক সুমন মাহমুদের মা হোসনা আরা হোসেনকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা।

রোববার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন হোসনা আরার স্বাস্থ্যের খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ   ৩ কোটি ৪০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সুমন মাহমুদের মা বাধ্যর্ক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গত প্রায় দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে আমির খসরু মাহমুদ চৌধুরী সুমন মাহমুদ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। ডা. জাহিদ হোসেন সুমন মাহমুদের মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুনঃ   দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

এর আগে অস্ট্রেলিয়া সফরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোনে সুমন মাহমুদের মায়ের বিস্তারিত খোঁজখবর নেন।

বিএনপির সিনিয়র নেতারা প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেছেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।