স্টাফ রিপোর্টার : ইংল্যান্ড কমনওয়েলথ আয়োজিত কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড জিতেছে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র শিক্ষার্থী সালমান মাহদী ছামিন।
আজ ১২ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী সালমান মাহদীকে সার্টিফিকেট প্রদান করেন। এসময় এ অনন্য অর্জনে পুলিশ কমিশনার শিক্ষার্থী সালমান মাহদীসহ সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) সরকার ওমর ফারুক এবং সালমান মাহদীর বাবা ও মা।