হরিয়ানায় কংগ্রেসকে হারিয়ে রাহুলকে জিলাপি পাঠাল বিজেপি

অনলাইন ডেস্ক : হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের পর বুথফেরত জরিপ বলেছিল কংগ্রেসই জিতবে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। রাজ্যটিতে জিতেছে বিজেপি, আর বিরোধী দলেই থাকতে হচ্ছে কংগ্রেসকে। এদিকে, নির্বাচনে জয়ের পর হরিয়ানা বিজেপি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বরাবর দিল্লিতে অবস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে জিলাপি পাঠিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হরিয়ানা বিজেপির তরফ থেকে রাহুল গান্ধী বরাবর এই জিলাপি পাঠানো কোনো বন্ধুত্বের নিদর্শন নয় বরং রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বিতা একধরনের অপমানই। মূলত রাহুল গান্ধীর বক্তব্যের সূত্র ধরেই এমনটা করা হয়েছে।

আরও পড়ুনঃ   হারিকেন মিল্টন : হাজার বছরে একবার হলো এমন বৃষ্টিপাত

হরিয়ানা বিজেপি রাহুল গান্ধী বরবার জিলাপি পাঠানোর বিষয়টি ফলাও করে প্রচার করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। প্ল্যাটফর্মটিতে শেয়ার করা এক পোস্টে দলটি বলেছে, ‘ভারতীয় জনতা পার্টির (হরিয়ানায়) সব কর্মীর পক্ষ থেকে রাহুল গান্ধীর বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে।’ সেই পোস্টে একটি অনলাইন খাদ্য সরবরাহ অ্যাপের স্ক্রিনশটও শেয়ার করা হয়। সেই স্ক্রিনশটে ঠিকানা লেখা ছিল, ‘২৪, আকবর রোড, দিল্লি, কংগ্রেস কার্যালয়।’

স্ক্রিনশটে দেওয়া তথ্যানুসারে, রাহুল গান্ধী বরাবর এক কেজি জিলাপি পাঠানো হয়েছে। দিল্লির কনট প্লেসে অবস্থিত ‘বিকানেরওয়ালা’ নামের একটি দোকান থেকে এই জিলাপি অনলাইন কেনা হয়। ভারতীয় রূপিতে এই জিলাপির দাম ছিল ৫৫০ রুপি। তবে সব মিলিয়ে প্রায় ৬০০ রুপি খরচ করতে হয়েছে বিজেপিকে।

আরও পড়ুনঃ   প্রথমবারের মতো সি-ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল

এর আগে, হরিয়ানার গোহানা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় জিলাপি নিয়ে মন্তব্য করেন। এখান থেকে জিলাপি তৈরি করে ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এমনকি দেশের বাইরেও রপ্তানি করা হয়। সে সময় তিনি বলেছিলেন, বিজেপি সরকার প্রবর্তিত জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্সের কারণে জিলাপি উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু তাঁর এই মন্তব্যের কারণে বিজেপির অনেকেই বেশ গোসসা হয়েছিলেন।