আরিফুল ইসলাম, রাজশাহী: বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, রাজশাহী-এর শিক্ষক, অভিভাবক ও এসএসসি পরীক্ষা-২০২৫ এর ছাত্র-ছাত্রীদের সাথে উক্ত বিদ্যালয়ের সভাপতি ও প্রোগ্রামের প্রধান অতিথি এবং বিজ্ঞান ও শিল্প গবেষণার পরিচালক ড: মোঃ সেলিম খানের মতবিনিময় সভা ৮ অক্টোবর ২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। এখনো অনেক সময় আছে সামনের দিনগুলো রুটিন করে ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলেই ভালো ফলাফল আশা করা যাবে। তিনি ছাত্র-ছাত্রীদের সব ধরনের সহযোগিতা করার জন্য শিক্ষকদের নির্দেশ প্রদান করেন এবং তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও শিল্প গবেষণার পিএসও ড: মো: আহসান হাবিব। তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধির জন্য মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: আরিফুল ইসলাম।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জলিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুল মান্নান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।