রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

আরও পড়ুনঃ   রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বক্তব্য রাখলেন এমপি বাদশা

তিনি বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে রাজধানীর বারিধারা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আরও পড়ুনঃ   রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।