বাগমারার ভবানীগঞ্জ ওয়ার্ড জামায়াতের  কর্মী ও সুধী সমাবেশ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার খাজাপাড় মাদ্রাসা মাঠ ৭ ও ৯ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওঃ মোঃ সামসুল হক সুরা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিম।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক জননেতা ডা: আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদ অধ্যাপক অহিদুল ইসলাম।

সমাবেশে স্বাগত বক্তব্য ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যাপক সরাজ উদ্দীন, সাবেক আমীর ও শুরা সদস্য রাজশাহী জেলা, বাংলাদেশ জামায়াতে ভবানীগঞ্জ পৌর সভাপতি আশরাফুল ইসলাম আশিক, বাংলাদেশ জামায়াতে ইসলামি ভবানীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল গাফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ইদ্রিস আলী,আবু বক্কর সিদ্দিক, হাফেজ মোঃ জহুরুন ইসলাম,মাষ্টার সান্টু প্রমুখ ।

আরও পড়ুনঃ   দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

উক্ত কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।