চেয়ারম্যানের সঙ্গে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বৈঠক

অনলাইন ডেস্ক : শিক্ষা সিলেবাসের অসংগতি দূরীকরণে এবং শিক্ষার সমস্যা নিরসনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান ড. রিয়াযুল হাসানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্তমান পাঠ্যপুস্তক নিয়ে মতবিনিময় হয়।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিটিবির চেয়ারম্যান ড. রিয়াযুল হাসান আন্তরিকতার সঙ্গে দীর্ঘ সময় দিয়ে কথা শোনেন। পাঠ্যপুস্তকে দেশের সামাজিক, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র’ থেকে বের হওয়ার আহ্বান তুর্কের

এ সময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফি, বিশিষ্ট অর্থনীতিবিদ মুফতি আবদুল্লাহ মাসুম ও ঢাকা টাইমসের সিনিয়র সহ-সম্পাদক শাহনূর শাহীন।

আরও পড়ুনঃ   ঢাবি ছাত্রলীগ নেতা রাকিব ও ঊর্মি গ্রেপ্তার

এনসিটিবি চেয়ারম্যান ড. রিয়াযুল হাসানের সঙ্গে বৈঠকের পর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঘোষিত আগামী ৬ তারিখের এনসিটিবি ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়।