উপদেষ্টা, তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী জমার সময়সীমা দিলো সরকার

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী বা স্বামীর প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমার ১৫ কার্যদিবসের মধ্যে আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১ অক্টোবর) ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ শীর্ষক গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুনঃ   ভয় দেখাবেন না, আল্লাহর নামে কতল হয়ে যাবো : ফরহাদ মজহার

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে।

আরও পড়ুনঃ   আদালতে নেওয়া হয়েছে সালমান এফ রহমান-আনিসুল হককে

তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তাদের আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একইসঙ্গে জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, এসব আয় ও সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টা স্বীয় বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক