‘পূজায় আছি, উৎসবে নেই’

অনলাইন ডেস্ক : গত আগস্টের শুরুতে যখন বৈষম্যবিরোধী আন্দোলন যখন চরমে তখন ঘোষণা করা হয়েছিল ১ দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ। সে সময় ফেসবুকে ছড়ায়—‘কোটা আন্দোলনে আছি, কিন্তু ১ দফায় নেই’।

ঠিক একইভাবে বেশ কিছু মিম ছড়িয়ে পড়ে। এবার সেই কায়দায় কথা বললেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে তার পেক্ষাপটটি আলাদা।

আরও পড়ুনঃ   পাকিস্তানে আবারও ফাঁস হলো অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। অন্য বছরগুলোতে এ সময়ে কলকাতার আকাশে-বাতাসের উৎসবের আমেজ থাকে। তবে এবার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর অনেকের মুখ ভার।

স্বস্তিকা বলেন, ‘এবার পূজায় সত্যিই তেমন কোনও পরিকল্পনা নেই। পুজো নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। পূজার সময় প্রত্যেকবার যে বন্ধুদের বাড়িত যাই, সেখানে যাব। আর আমার বাড়িতে তো পূজা হয়, সেটাও ছিমছামভাবেই হবে।’

আরও পড়ুনঃ   যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

এদিকে, পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে, ‘টেক্কা’।দেব-রুক্মিণীর সঙ্গে আছেন স্বস্তিকা। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।