নাটোরে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ওই অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য অফিস এর আয়োজন করে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার: গ্রেপ্তার ১

সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর হাটে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে প্রায় ৪০ হাজার মিটার দৈর্ঘ্যের ৮০০টি নিষিদ্ধ কারেন্ট জাল ফেলে বিক্রেতারা পলিয়ে যায়। পরে জালগুলো জব্দ করে ইউএনওর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ   সিংড়ায় শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে ব্যতিক্রমি উদ্যোগ ইউএনও’র

তিনি আরও বলেন, ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। জনস্বার্থের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।