প্রণোদনা না পেয়ে নারী কৃষি কর্মকর্তার মাথায় রড দিয়ে আঘাত

নাটোর প্রতিনিধি : নাটোরে প্রণোদনায় কৃষি উপকরণ না পাওয়ায় ইসরাত জাহান ইমন নামে এক উপ-সহকারী কৃষি অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়ণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বর্তমানে ওই কৃষি কর্মকর্তা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত কৃষকের নাম মিলন।

আহত উপ-সহকারী কৃষি অফিসার ইসরাত জাহান ইমন বলেন, বিভিন্ন সময় কৃষকদের জন্য সরকারের প্রণোদনা আসে। সেগুলো আমরা পর্যায়ক্রমে কৃষকদের দিয়ে থাকি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার একডালা নারায়ণপাড়ার মাঠে একজন কৃষকের ফসল দেখতে যাই। সেখানে গেলে মিলন নামে আরেক কৃষক আমার কাছে আসে এবং জানতে চায় কেন তাকে এ বছর প্রণোদনা দেওয়া হয়নি। আমি তাকে বুঝিয়ে বলেছিলাম যে, নির্দিষ্ট সংখ্যক প্রণোদনা আসে, তাই এগুলো পর্যায়ক্রমে সব কৃষকদের দিতে হয়। এর আগে দেওয়া হয়েছে আবার সামনে পাবেন। এ বিষয়টি নিয়ে ওই কৃষক আগে থেকেই রেগে ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

তিনি বলেন, একপর্যায়ে ওই কৃষক আরও বেশি ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা রড দিয়ে মাথায় আঘাত করে। এরপর স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা অফিস তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। এ বিষয়ে আইনগত সকল সহযোগিতা তাকে করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

সদর থানা পুলিশের ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।