সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মুঞ্জুরুল ইসলাম (৪৪) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   বিসিএস পরীক্ষার সুযোগ বাড়ল, দেওয়া যাবে ৪ বার

নিহত মুঞ্জুরুল ইসলাম উপজেলার দাদপুর মহৎপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বেংনাই তেঘুরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মুঞ্জুরুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ   প্রেমিকার মাকে গলা কেটে পুড়িয়ে হত্যা করলো যুবক