স্টাফ রিপোর্টার: বিভাগীয় শহর রাজশাহীতে আজ বুধবার দিনভর বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি, আবার কখনো ভারী বর্ষণ হয়েছে। কয়েক দিনের প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাই স্বস্তির বৃষ্টি কোথাও কোথাও হয়েছে দুর্ভোগের কারণ।
শহর ঘুরে দেখা গেছে, শহরের নিচু এলাকাগুলোর রাস্তাঘাটেও হাঁটুপানি জমে গেছে। নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ঠিকমতো নালা পরিষ্কার না করার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে শহরবাসীর অভিযোগ।
নগরের সাহেববাজার, জিরো পয়েন্ট, মাস্টারপাড়া, গণকপাড়া, উপশহর, বর্ণালির মোড়সহ বেশ কিছু নিচু এলাকায় গিয়ে দেখা গেছে, এসব এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে। শহরতলির বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ আরও বেশি।
নগরীর সিপাইপাড়ায় কথা হয় রিকশা চালক আশরাফের সাথে। তিনি বলেন, সকালে গ্রামের বাড়ি চারঘাট থেকে যাত্রীবাহী বাসে রাজশাহীতে এসেছি। বাস থেকে নামার পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। ভেজা শরীরে অটো গ্যারেজে গিয়ে রিকশা বের করেছি। এরপরে ভিজে ভিজে সড়কে রিকশা চালাতে হচ্ছে। রিকশা যাত্রী না থাকলে কোন ভবনের নিচে দাঁড়াচ্ছি। যাত্রী পেলে বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়।
এ বিষষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাাজশাহীতে ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৬০ দশমিক ৬ মিলিমিটার। বৃষ্টিপাতের ফলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।