এবার ঢাকাসহ তিন জেলা নির্বাচন কর্মকর্তাকে ওএসডি

অনলাইন ডেস্ক : এবার ঢাকার এক সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাসহ তিন জেলা নির্বাচন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কীভাবে সম্ভব: জাহিদুল ইসলাম

প্রজ্ঞাপনে ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেনকে ইসি সচিবালয়ের উপসচিব, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানকে ইসি সচিবালয়ের সিনিয়র সহাকারী সচিব ও নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমকে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

আরও পড়ুনঃ   সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এর আগে গত ৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহাম্মদ খান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. ফরহাদ হোসেনকে ওএসডি করা হয়।