বগুড়ায় দুইজনকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাহজাহানপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুর্বৃত্তরা একজনের হাতের কবজি কেটে নিয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাবরুল ছোট মণ্ডল পাড়া সড়কের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিহতরা হলেন- শাহজাহানপুরের সাবরুল হাটখোলা পাড়ার গোলাম তালুকদারের ছেলে সাগর তালুকদার (৩০) ও একই এলাকার সাইফুলের ছেলে স্বপন (২৫)। এই ঘটনায় ওই এলাকার আনসারের ছেলে মুক্তারের হাতের কবজি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ   নির্বাচন কখন হবে, জানালেন প্রধান উপদেষ্টা

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।