রাজশাহীতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী–৬ আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক ও মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার চারঘাট বাজার থেকে রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাবেক এমপি রায়হানুল হকের নামে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ   আদমদীঘিতে শ্বাশুড়ির মৃত্যু, জামাই আটক

এর আগে গতকাল শুক্রবার রাতে রাজশাহী মহানগরী থেকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে করা চারটি মামলার এজাহারভুক্ত আসামি হচ্ছেন অ্যাডভোকেট আবদুস সালাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।’ তাই চার মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।