লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চুরি

নাটোর প্রতিনিধি : লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় মঙ্গলবার দিনগত রাতের যে কোন সময় হাসপাতালের ডেন্টাল বিভাগের ৪৪ নং কক্ষের ও ৩৯ নং কক্ষের জানালার গ্রিল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ডেন্টাল বিভাগের ডেন্টাল চেয়ার ভেঙ্গে চেয়ারের মটর চুরি ও ফাইল ক্যাবিনেট ভেঙে ফেলে।

অন্যদিকে ৩৯ নং কক্ষের বেসিনের ট্যাপের ট্যাপ খুলে নিয়ে যায়। এ বিষয়ে ডেন্টাল বিভাগের দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সরকার মোহাম্মদ গোলাম রাব্বি জানান চোরেরা কক্ষের জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে ডেন্টাল চেয়ার ভেঙ্গে মটর চুরি ও ফাইল ক্যাবিনেটসহ অন্যান্য ক্যাবিনেট ভাংচুর করেছে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এক্ষুনি বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করলে বুঝা যাবে ক্ষতির পরিমাণ। এদিকে একই ভাবে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আউটডোর বিভাগের মহিলা ও গর্ভবতী সেবা কক্ষ নং ৪১ ও মা ও শিশু কক্ষ ৪৩ এর জানালার গ্রিল কেটে একটি আইপিএস চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে শপিং ব্যাগ থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার

একই সপ্তাহে হাসপাতালে দুইবার চুরির ঘটনা ঘটায় চিকিৎসা নিতে আসা রুগীদের মধ্যে আবেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতরাতে দায়িত্বরত নৈশ প্রহরী সাজেদুরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর টি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম শাহাবুদ্দিন বলেন এ ঘটনায় দায়িত্বর নৈশ প্রহরীকে সোকজ করা হয়েছে, ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে লালপুর থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।