ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, রাজশাহী: “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন” রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত এক জরুরি সভা ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বুধবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গতিশীল আনায়নের জন্য শুরুতেই সকল সহযোদ্ধাদের কাছ থেকে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। তন্মধ্যে প্রত্যেক সদস্যদের উপস্থিত নিশ্চিতকরণ, যাঁর যাঁর দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করা, অফিস খোলা রাখা, মাসিক সভার তারিখ নির্ধারণ, আসবাবপত্রের চাহিদা, মানবাধিকার ওয়াল তৈরি, সাইনবোর্ড তৈরিসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ কমিটির সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান

পরিশেষে সভাপতি মহোদয় এর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।