শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মঙ্গলবার রাজশাহী আসছেন

তথ্যবিবরণী : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। এদিন তিনি সকাল সাড়ে আট’টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

উপদেষ্টা বেলা সাড়ে দশটায় তেরখাদিয়ার রাজাপাড়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   ‘আমরাও দুর্গোৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারব না’: মৎস্য উপদেষ্টা

তিনি বেলা তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এবং রুয়েটের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন।

এদিন বিকাল সোয়া পাঁচটায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।