চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক হয়নি কেও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেরার ডালিমবাড়িয়া এলাকায় এই হেরোইন উদ্ধার করে র‌্যাব-৫। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় বিদেশি পিস্তলসহ চারজন গ্রেপ্তার

র‌্যাব জানায়, মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার রাত ১০টায় জেলার সদর উপজেলার ডালিমবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ১ কোটি ১ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ১০ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২, মাদকদ্রব্য উদ্ধার

উদ্ধারকৃত আলামত সমূহ নবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।