মোদির সংসারে নতুন অতিথি

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে লোককল্যাণ মার্গে জন্ম নিয়েছে একটি বাছুর। আর সেই বাছুরের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চুমু খেয়েছেন কপালে, দিয়েছেন আদর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাছুর নিয়ে কাটানো সময়ের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

আরও পড়ুনঃ   গাজায় হঠাৎ হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাছুরকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর স্নেহচুম্বনের ছবি এখন ভাইরাল। বাছুরের নাম দেওয়া হয়েছে ‘দীপজ্যোতি’।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গে বাসভবন চত্বরে একটি বাছুরের জন্ম দিয়েছে একটি গরু। এর পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীকে দীপজ্যোতির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

আরও পড়ুনঃ   পাকিস্তানে পিটিআইয়ের ব্যাপক বিক্ষোভ, ১৩ আইনপ্রণেতা আটক

এক্স হ্যান্ডেলের পোস্টে হিন্দিতে মোদি লেখেন, ‘লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে শুভবার্তা নিয়ে এসেছে এক নতুন সদস্য। প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন এক বাছুরের জন্ম হয়েছে, যার কপালে আলোর চিহ্ন। সেই জন্য, আমি ওর নাম রেখেছি দীপজ্যোতি।’