ঠাকুরগাঁওয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ঠাকুরগাঁও জেলায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের কয়েকজন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৫ আগস্ট ঠাকুরগাঁও জেলায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে শহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ   প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে উঠতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, শহীদ ও আহতের তালিকা করা হয়েছে। এই তালিকা সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকারের কাছে দাবি, যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার এসব দাবি বাস্তবায়ন করবেন।

আরও পড়ুনঃ   কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে চার লাখ নকল আকিজ বিড়িসহ আটক ১

শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে গত ৫ আগস্ট ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা যে ঐক্য দেখিয়েছেন আগামী দিনে সেটি বজায় থাকবে।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে ছিলেন, মো. সজিব হোসেইন, সুবাস, রেদোয়ান, মো. রাকিব মাসুদ। এছাড়া ঠাকুরগাঁও জেলার সমন্বয়করাও উপস্থিত ছিলেন।