কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা: ফারুকুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার (১৩ রাতে ফারুকুল ইসলামকে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা হতে আটক করা হয়। এরপর তাকে ডিবি হেফাজতে নেয়া হয়।

আরও পড়ুনঃ   ইনোভেশন ফর ক্লাইমেট-স্মার্ট আরবান ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের কর্মশালার উদ্বোধন

নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, একদল অতিউৎসাহী জনতা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভুক্তভোগী নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে। হাতে লাঠি নিয়ে নারীকে আঘাত করছে অভিুযক্ত ফারুকুল ইসলাম। কান ধরে ওঠবস করতে দেরি হলেই সে লাঠি দিয়ে আঘাত করছে ওই নারীকে। পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা নারীর কান ধরে ওঠবসের গণনাও করেছিল। ওই ভিডিও দেখে অভিযুক্ত ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।