শিক্ষার্থীদের ‘আপনি’ সম্বোধন করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘আপনি’ বলে সম্বোধন করতে কর্মকর্তা, কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের পথপ্রদর্শক এবং এই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই জাতি সকল ধরণের বৈষম্যের অপনোদন করে স্বাধীন মত প্রকাশের অধিকার অর্জন করেছে। তাই সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় নম্র ও ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত ৩

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, এই আদেশের মাধ্যমে শিক্ষার্থীদের সম্মান আরও বেড়ে যাবে। অনেক শিক্ষকেরাও শিক্ষার্থীদের আপনি বলে সম্বোধন করেন। আশা করছি এই কালচার সারা বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানে চালু হবে।

আরও পড়ুনঃ   থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি' র গণবিজ্ঞপ্তি