চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার রেজাউল করিম।

বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষেে এ মতবিনিময় সভা করেন তিনি।

আরও পড়ুনঃ   কলাপাড়ায় পহেলা বৈশাখে ঘোড়দৌড় প্রতিযোগিতা

এসময় মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার। এছাড়াও পুলিশকে সংস্কার করে পুনরায় সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়াসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।