পত্নীতলায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় দুর্নীতিবাজ ও অবৈধ ভোটে নির্বাচিত ঘোষনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক-এর পদত্যাগের দাবিতে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১০ টায় উপজেলার গগনপুর বাজার হতে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে ঘোষনগর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।

আরও পড়ুনঃ   আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জুয়েল হোসেন, ইয়াছিন আলী, আবু সাইদ, হাবিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনে দুই ঘন্টাকাল ব্যাপীতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে আড়াই হাজার নাগরিক নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ গণস্বাক্ষরে স্বাক্ষর করে।

আরও পড়ুনঃ   শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে দুই ছাত্র হত্যা মামলা

পরে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ও পরবর্তী সময়ে পলাতক থাকায় দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও নাগরিকদের হয়রানি সম্বলিত নিরসনের জরুরি ভিত্তিতে পদত্যাগের দাবিতে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নওগাঁ জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রনালয়, ঢাকা-বরাবার একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।