অনলাইন ডেস্ক: যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
বৃহস্পতিবার তিনি ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ বি এম আব্দুস সাত্তার জানান, কোকোর স্ত্রী বর্তমানে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।
এর আগে গত ২৮ জানুয়ারি খালেদা জিয়া হাসপাতালে থাকাকালীন ঢাকায় এসেছিলেন শর্মিলা।