বাগমারায় অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় অস্ত্রসহ লিয়াকতুল আলম ওরফে লিটন রানা (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার তেলিপুকুর গাংগোপাড়া বাজার থেকে বাগমারা থানা-পুলিশ তাঁকে আটক করে।

আটক লিটন রানার বাড়ি উপজেলার ভবানীগঞ্জ এলাকায়।

আরও পড়ুনঃ   ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত, ‘জাতীয় সমবায় পুরস্কার ২০২৩’ পেলেন মিজানুর রহমান,

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লিটনের দেহ তল্লাশি করে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছে।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ নেতা মনির পিতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম আরও বলেন, আজ সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।