স্কুলছাত্র ছাবিদের মৃত্যু: ওবায়দুল কাদেরসহ ৭৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে রাজধানীর উত্তরার রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছাবিদ নিহতের ঘটনায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলা দায়ের করেন নিহতের চাচাতো ভাই শাহরিয়ার কবির।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগটি উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাকিল আহমাদ ও অ্যাডভোকেট মিল্টন আলী।

আরও পড়ুনঃ   এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি খসরু চৌধুরি, হাবিব হাসান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপির পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।

আরও পড়ুনঃ   জানতাম, দীপিকাই আমার সন্তানের মা হবে : রণবীর

মামলার আরজিতে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা হাউস বিল্ডিং ও আজমপুরের মাঝখানে মূল সড়কে ছাবিদ হোসেনকে মাথায় গুলি করে পুলিশ হত্যা করে। তারপর পরিবারের সদস্যরা উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা সদস্যরা এই হত্যাকাণ্ড সংঘটিত করে।