শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রাবি অধ্যাপক মুসতাক আহমেদকে অব্যাহতি

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদকে ক্লাস-পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

রোববার (১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার দপ্তর, উপাচার্য দফতর ও নিজ বিভাগের সভাপতি বরাবর মুসতাক আহমেদের বিরুদ্ধে পৃথক স্মারক লিপি জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ   নওগাঁয় তুলসীগঙ্গা নদীর পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু

স্মারক লিপিতে শিক্ষার্থীরা মুসতাক আহমেদের বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও উস্কানি দাতা, একাডেমিক পরিসরে অনিয়ম ও দুর্নীতি, শিক্ষার্থীদের যৌন হয়রানি ও বিভাগের ফান্ড থেকে আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগ তুলে ধরেন।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, অধ্যাপক ড. মুসতাক আহমেদকে চাকরিচ্যুত ও অপসারণের দাবি নিয়ে গতকাল (রোববার) বিভাগের শিক্ষার্থীরা একটি অভিযোগপত্র বিভাগীয় সভাপতি বরাবর দেয়। যেহেতু চাকরিচ্যুতের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে পারে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের একাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতির সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের প্রেরিত অভিযোগপত্রের ব্যাপারে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে ক্লাস-পরীক্ষাসহ সব প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।