ব্যয় সংকোচন নীতি গ্রহণ করল জ্বালানি মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক: সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (১ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এতথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, জ্বালানি উপদেষ্টার নির্দেশনায় ব্যয় সংকোচনে যেসব নীতি গ্রহণ করা হয়েছে। সেগুলো হলো–

আরও পড়ুনঃ   দুর্ঘটনায় এসআই ছেলে নিহত হওয়ার খবরে বাবার মৃত্যু

০১. অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছতাসাধন করতে হবে।

০২. ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে কার পুলিং করতে হবে।

০৩. উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে।

আরও পড়ুনঃ   ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে : শিক্ষামন্ত্রী

০৪. ইতোপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে।

এ নির্দেশনাবলি উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীন সব দপ্তর/সংস্থা/কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।