হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়নের চক মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলীকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনার ঘটে।
নিয়োগ বাণিজ্য, স্কুলের গাছ কর্তন, অতিরিক্ত ফি আদায়, স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়রা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করলে প্রতিষ্ঠানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, সেনাবাহিনীর একটি ইউনিট নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন। প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে যেতে চাইলে, উত্তেজিত জনতা গাড়ীর নিচে শুয়ে, বসে বাধার সৃষ্টি করেন।
ছাত্র জনতার চাপে উপজেলা নির্বাহী অফিসার, প্রধান শিক্ষক আশরাফ আলীকে সাময়িক বরখাস্ত করে জনতাকে শান্ত করেন ।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাইনুল ইসলাম, সিজানুর রহমান, আতিকুর রহমান- অভিযুক্ত প্রধান শিক্ষকের নানা অনিয়মের কথা তুলে ধরেন।