চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হতে ও বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

অনলাইন ডেস্ক: চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

আজ বুধবার সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই আহ্বান জানান।

আরও পড়ুনঃ   হাসপাতালে আহতদের দেখতে গেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

নাহিদ ইসলাম বলেন, চারিদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেনো, কোনো ছাড় দেয়া হবে না।

আরও পড়ুনঃ   কর্পোরেট অ্যামেচার টি-৪০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।