খালেদা জিয়া হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে আজ বুধবার বাসায় ফিরছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার এতথ্য জানান।

আরও পড়ুনঃ   ৬৪ জেলায় ডিসি হচ্ছেন যারা

তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ সন্ধ্যা ৬টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন।

এর আগে গত ৭ জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর থেকে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।