সংবাদ বিজ্ঞপ্তি: মঙ্গলবার বিকাল ৪ টায় রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদের সভা দৈনিক সোনালী সংবাদ কার্যালয়ে সমিতির চেয়ারম্যান আকবারুল হাসান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনাসহ আহতদের সুস্থতা কামনা করা হয়।
সভায় সমিতির নিবন্ধন কার্যক্রমসহ সদস্য পদের জন্য আবেদনকারীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে ২৬ জনকে সদস্য পদ প্রদানের জন্য মনোনীত করা হয়। মনোনয়নপ্রাপ্ত সদস্যদের আগামী ৩১ আগষ্ট এর মধ্যে সদস্য ফি প্রদান সাপেক্ষে চূড়ান্ত সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হলো।
সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী, বর্তমান চেয়ারম্যান সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, মহা-সচিব বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির কাজী শাহেদ, পরিচালক (প্রশাসন) দি-বাংলাদেশ টুডে ও দৈনিক জনতার রফিক আলম, পরিচালক (অর্থ) যমুনা টিভির আব্দুল জাবিদ অপু, পরিচালক যমুনা টিভির শিবলী নোমান, বাংলাদেশ সংবাদ সংস্থার ড. আইনুল হক, এন টিভির শ.ম সাজু, চ্যানেল আই এর আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহাবুব ও ড. সাদিকুল ইসলাম স্বপন।
দেশের চলমান পরিস্থিতে রাজশাহী গণমাধ্যমকর্মীদের একত্রিত থাকবার পরামর্শ প্রদান করেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।