লুট হওয়া ১০৯৭ অস্ত্র, ২০৭৭৮ গুলি-টিয়ার গ্যাস উদ্ধার

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

তবে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, লুট হওয়া ১ হাজার ৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।

পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ১ হাজার ৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ার গ্যাস সেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   সিআইডির সাবেক প্রধানসহ আরও ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশ সদরদপ্তরের বার্তায় আরও জানানো হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে সবগুলো থানার কার্যক্রম শুরু হয়েছে।