দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দীর্ঘ ১৭ বছর জব্দ থাকার পর এনবিআর ব্যাংক হিসাব সচলের এ নির্দেশ দিলো।

এনবিআর সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ইতিমধ্যে একটি নোট জারি করেছে যা আজ সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হবে।

আরও পড়ুনঃ   ১৩ বছর পর হারুন-বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবদিনের হত্যাচেষ্টার মামলা

এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত একটি প্যানেলের সুপারিশের ভিত্তিতে ২০০৭ সালের আগস্টে এনবিআরের সিআইসি ব্যাংকগুলোকে বিএনপি চেয়ারপারসনের সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।

এরপর থেকে তার ব্যাংক হিসাবগুলো জব্দ ছিল। যদিও বিএনপি একাধিকবার সাবেক প্রধানমন্ত্রীর হিসাবগুলো সচলের দাবি করেছিল।

আরও পড়ুনঃ   আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের কয়েক সপ্তাহ পরে ব্যাংক হিসাব সচলের নির্দেশটি এলো।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের মধ্যদিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।