রাজশাহীতে লিটন-ডাবলুসহ ১২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতা আলী রায়হানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই রানা ইসলাম।

নিহত রায়হান রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া মঙ্গলপাড়ায়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে। এছাড়া এই মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা ছাড়াও রাসিকের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাহেব বাজারের দিকে আসতে থাকে। পথিমধ্যে মিছিলটি মহানগরীর আলুপট্টি এলাকার স্বচ্ছ টাওয়ারের কাছে পৌঁছলে মেয়র লিটন সাধারণ শিক্ষার্থীদের প্রতিহত করতে সন্ত্রাসীদের নির্দেশ দেন। এ সময় তিনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। এতে আহত হন আলী রায়হান। পরে ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের গণমিছিলে উত্তাল রাজধানী

মামলার অন্য আসামিরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মাহনগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিব, বর্তমান সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিব, রাবির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামূল আজীম, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহদাৎ হোসেন শাহু, রাজশাহী মহানর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিকসহ ৫০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও এক হাজার থেকে ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ   নয় অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, রাহয়ান আলীর মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে ৫০ জনের নাম উল্লেখ করে এক হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দুপুরে গুলিতে মারাত্মকভাবে আহত হন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান (২৮)। তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সন্ধ্যা পৌনে ৭টার তিনি মারা যান। ওইদিন সংঘর্ষে অন্তত ৫০ জন গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। আহত অনেকেই এখনো রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।