নগদ উত্তোলনের সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক (বিবি) বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি অ্যাকাউন্টে ৩ লাখ টাকার বেশি নগদ তোলার অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়েছে। আগে এই সীমা ছিল ২ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংক চেকের মাধ্যমে লেনদেন পর্যবেক্ষণ করতে এবং তহবিলের কোনও সন্দেহজনক স্থানান্তর ব্লক করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে দূর্ধষ মাদক ব্যাবসায়ী রিতা গ্রেফতার

‘ব্যাংকের শাখাগুলোতে নগদ পরিবহনে নিরাপত্তা সমস্যার কারণে,অনুগ্রহ করে আসন্ন সপ্তাহে ৩ লাখ টাকার বেশি নগদ তোলার অনুমতি দেবেন না।’ শনিবার বাংলাদেশ ব্যাংক একটি এসএমএসের মাধ্যমে ব্যাংকগুলোকে এ কথা জানিয়েছে।