করাচিতে হচ্ছে না বাংলাদেশের দ্বিতীয় টেস্ট

অনলাইন ডেস্ক : ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯৯৬ সালের পর এই আসর দিয়েই পাকিস্তানে ফিরবে আইসিসির কোনো টুর্নামেন্ট। সেটা নিয়ে এখনো কিছু জটিলতা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দিক থেকে শুরু করেছে পূর্ণ প্রস্তুতি। করাচি স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ।

আর সেই কাজের সূত্র ধরেই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট সরিয়ে নেয়া হলো করাচির ন্যাশনাল স্টেডিয়াম থেকে। ৩০ আগস্ট থেকে এই ভেন্যুতেই হওয়ার কথা ছিল দুই দলের মধ্যেকার সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজক হচ্ছে রাওয়ালপিন্ডি। ২১ আগস্ট থেকে সিরিজের প্রথম টেস্টও হবে এই একই মাঠে।

আরও পড়ুনঃ   ভারতীয় সংবাদ সংস্থার দাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া

পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করাচি থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সরিয়ে রাওয়ালপিন্ডিতে নিয়ে আসা হয়েছে। এর আগে গত ১৪ আগস্ট বলা হয়েছিল, করাচি স্টেডিয়ামে উন্নয়নকাজ চলায় ৩০ আগস্ট শুরু ম্যাচে দর্শকের প্রবেশাধিকার থাকবে না।

করাচি থেকে টেস্ট ম্যাচ সরিয়ে ফেলার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলাকালীন যখন নির্মাণকাজ চলবে, সেই শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে।’

আরও পড়ুনঃ   ক্রিকেটার-কোচদের সঙ্গে মুশতাকের সাক্ষাৎ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচটি হবে ২১-২৫ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় টেস্ট হবে করাচিতে, ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্টে সুযোগ না থাকলেও, প্রথম ম্যাচে দর্শকদের উপস্থিতিতে খেলবেন দুই দেশের ক্রিকেটাররা।