আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার

অনলাইন ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।

আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো.জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়,‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন,সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে।’

আরও পড়ুনঃ   বেক্সিমকোর কারখানা খোলার দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ, বাস ভাংচুর ও অগ্নিসংযোগ

এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোকে আন্দোলনে আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়। প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   মুক্তমঞ্চে সস্ত্রীক যাত্রা দেখলেন উপদেষ্টা আসিফ নজরুল

বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। উক্ত কমিটির সদস্যগণ তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকাল রোবববার বৈঠকে মিলিত হবেন।