প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, “শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে বুধবার রাতে ফোন কলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন।”

আরও পড়ুনঃ   ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বিক্রমাসিংহে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান এবং কয়েক দশক ধরে বাংলাদেশে ব্যবসা করছেন এমন শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের দেশে থাকার এবং এর প্রবৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালনের পরামর্শ দেন।

আরও পড়ুনঃ   আজ আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

এ সময় অধ্যাপক ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।-বাসস